
রোববার রাতে রাজধানীর হাজারীবাগ ও আদাবরে পৃথক অভিযান চালিয়ে ৬৫টি পেট্রলবোমা, চারটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক করা হয়েছে দুজনকে।
র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল কে এম আজাদ জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে আদাবরের একটি বাসায় বোমা তৈরির সময় দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ৬৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।