মুনাফায় ফিরেছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড

  • mukto rani
  • January 6, 2014
  • Comments Off on মুনাফায় ফিরেছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড

lr-global-logoপ্রথম প্রান্তিকে মিউচ্যুয়াল ফান্ড খাতের এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর)ফান্ডটি মুনাফা করেছে ১১ কোটি ৮৯ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৩৮ পয়সা।

আগের বছর একই সময়ে ফান্ডটি লোকসান করেছিল ৫ কোটি ৭০ লাখ এবং শেয়ার প্রতি লোকসান করেছে ১৮ পয়সা।

এমআরবি/