ব্রাহ্মণবাড়িয়া-২: নায়ার কবিরের পুনঃনির্বাচনের দাবি

  • Emad Buppy
  • January 6, 2014
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়া-২: নায়ার কবিরের পুনঃনির্বাচনের দাবি
nayer kabir

nayer kabirভোট কারচুপির অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির। তার নির্বাচনী এলাকা সরাইলের ১৩টি ভোট কেন্দ্রের পুনঃনির্বাচনের দাবি করেছেন তিনি। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। এ সময় তার নির্বাচনী এজেন্ট কাজী জাকির হোসেন, আসমা বেগমসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বক্তবে আরও বলেন তার নির্বাচনী এলাকার মনিটরিং ব্যবস্থা ভালো ছিল না।  নির্বাচনের দিন সকাল থেকেই তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয় জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধার লোকজন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি, ভোট ছাপানো এবং কেন্দ্র দখলের অভিযোগ করেন তিনি।

এসব অনিয়মের ব্যাপারে প্রিজাইডিং অফিসারকে লিখিত ও মৌখিকভাবে জানান তিনি। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি বলে তিনি জানান। ভোট জালিয়াতি, ভোট ছাপানো এবং কেন্দ্র দখল না হলে এবং সুষ্ঠু ভোট গ্রহণ করা হলে আমিই জয়ী হব বলেও তিনি জানান।

কেএফ