বেঁচে গেলেন ৩১৫ জন সৌদি বিমান যাত্রী

  • syed baker
  • January 6, 2014
  • Comments Off on বেঁচে গেলেন ৩১৫ জন সৌদি বিমান যাত্রী

saudi planeনিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন ৩১৫ জন সৌদি বিমান যাত্রী। কারিগরি ত্রুটির কারণে ইরান ছেড়ে আসা বোয়িং-৭৬৭ বিমান মদিনায় জরুরি অবতরণ করলে কারো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন ২৯ জন যাত্রী। খবর আরব নিউজের।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, মাশহাদ ছেড়ে আসে বোয়িং-৭৬৭-৩০০ইআর বিমানের পাইলট পিছনের চাকায় ত্রুটি খুঁজে পাওয়ার পর মদিনায় জরুরি অবতরণের আবেদন জানান। কর্তৃপক্ষ অনুমতি দেয়ার পর বিমানের পাইলট দুই বার অবতরণের চেষ্টা চালানোর পরও ব্যর্থ হন। ৩য় বারের প্রচেষ্টায় অবতরণে সক্ষম হলেও ২৯ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
সৌদি বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি ইজারা নেয়া হয়েছিল।
বোয়িং বিমানের পক্ষ থেকে দুর্ঘটনা সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানানো হয়।