দোহারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৫, আহত ২০

  • Emad Buppy
  • January 6, 2014
  • Comments Off on দোহারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৫, আহত ২০
dohar

doharঢাকা জেলার দোহারে বিলাশপুর এলাকায় নির্বাচনী ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন।

নিহতরা হলেন- মুসা খন্দকার (৫৫), তার ছেলে মাসুদ খন্দকার (২৮) , মকবুল হোসেন (৩৫) ও আসলাম মোল্লা (২০)।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল নয়টার দিকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকরা জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী সালমা ইসলামের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময়  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আমরা পাঁচ জন নিহত হওয়ার ঘটনা শুনেছি তবে এই হতাহতের ঘটনা নির্বাচনকেন্দ্রিক নয়। তিনি আরও জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ ছিল। আর এর জের ধরেই এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় সেখানে অতিরিক্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য  মোতায়েন করা হয়েছে।