জিএসএলভি-ডি ফাইভের উৎক্ষেপণে সফল ভারত

cryogenic rocketজিএসএলভিডি ফাইভের সফল উক্ষেপণের মধ্য দিয়ে ভারত ষষ্ঠ দেশ হিসেবে ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তিতে সক্ষম ৫ টি এলিট দেশের তালিকায় প্রবেশ করেছে। শ্রীহরি কোটা থেকে গতকাল বিকেলে  জিএসএলভি ডি ফাইভের উৎক্ষেণে সাফল্য পায় দেশটিখবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির।

প্রায় ২৯ ঘণ্টা কাউন্ট-ডাউন শেষে রবিবার বিকেল চারটার দিকে জিএসএলভিডি ফাইভ উক্ষেপণ করা হয় ফলে এর সাহায্যে ভারত বিদেশি স্যাটেলাইট উক্ষেপণ করতে পারবে অদূর ভবিষ্যতে

জিএসএলভিডি ফাইভের সফল উত্ক্ষেপণের মধ্য দিয়ে ভারতও ঢুকে পড়েছে আমেরিকা, চিন, রাশিয়া, জাপান ফ্রান্সের এলিট ক্লাবে। তবে এই মর্যাদা অর্জনের জন্য যথেষ্ট কাটখড় পোড়াতে হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের।

এর আগে ভারত জিএসএলভি-ডি ফাইভের উত্ক্ষেপণে দুইবার ব্যর্থ হয়। প্রথমবার ২০১০ সালের এপ্রিলে এবংদ্বিতীয়বার ২০১৩ সালের গষ্টে ব্যর্থ হয়। এবার তাই সাবধানতার সাথে রকেটের নকশায় বেশ কিছু পরিবর্তন এনে উৎক্ষেপণে যাওয়া হয়। এ জন্য নতুন করে খরচ হয়েছে ৩৫৬ কোটি রুপি।

উল্লেখ্য, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে জিএসএলভি ডি ফাইভের ক্রায়োজেনিক ইঞ্জিন।