এবার এমপি হলেন মাহবুবুল আলম হানিফ

hanifএমপি না হয়েও মন্ত্রী-এমপিদের টপকিয়ে কথা বলে মহাজোট সরকারের ৫ বছরই আলোচিত সমালোচিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুব আলম হানিফ। সর্বশেষ হাসানুল হক ইনুর সাথে নমিনেশন দ্বন্দেও ছিলেন আলোচিত তিনি। তবে অবশেষে সব কিছু টপকিয়ে এবার কুষ্টিয়া-৩ (সদর)আসন থেকে নির্বাচিত হলেন এ নেতা।

রোববার রাত ১১ টার পর জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফলে কুষ্টিয়ার ৩টি আসনে হানিফসহ অন্য একটিতে আওয়ামী লীগের আব্দুর রউফ ও আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক জয়লাভ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম  হানিফ নৌকা প্রতীক নিয়ে এক লাখ পাঁচ হাজার চারশ’ ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী লিটন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ছয় হাজার চারশ’ ১২ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ৩৩ হাজার পাঁচশ’ ৯৪। সদর আসনে ১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল হক চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৬৪ হাজার চারশ’ ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আফাজ উদ্দিন আহম্মেদ নৌকা প্রতীকে ৫২ হাজার দুইশ’ ২৭ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ পাঁচ হাজার সাতশ’ ৬৯ ভোট। এ আসনে একশ’ ২৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনে আওয়ামী লীগদলীয় প্রার্থী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ নৌকা প্রতীকে ৬২ হাজার একশ’ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উদ্দিন খান কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার চারশ’ ৭৫ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ১২ হাজার ছয়শ’ ২৪ জন। এখানে ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, কুষ্টিয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।