এবারের নির্বাচনে ভোটের হার ৩৯.৬৬ শতাংশ

Vot-Counting_Dominic--1দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৩৯টি আসনে গড়ে ভোট পড়েছে ৩৯ দশমিক ৬৬ শতাংশ। সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে ৮টি আসনের ৩৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ।

এবার ৩০০টি আসনে মোট ভোটার ছিল চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন।এদের মধ্যে ভোট দিয়েছেন এক কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০৭ জন।

সোমবার ভোট গ্রহণের পরদিন নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৫১ লাখ ৮ হাজার ১৭৪ জন ভোট দিয়েছেন। আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেট বিভাগে। এ বিভাগে ১০ লাখ ৬৫ হাজার ৮০৬ ভোট পড়েছে।

এবারের নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট অনুষ্ঠিত হয়েছে ১৪৭ আসনে। এদিকে, নির্বাচনের দিন স্থগিত করা হয় আটটি আসনের ভোটগ্রহণ। স্থগিত হওয়া আসনগুলোতে ১৬ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এছাড়া জাতীয় পার্টি ৩৩টি, স্বতন্ত্র ১৩টি ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ ও জাতীয় পার্টি (জেপি), তরীকত ফেডারেশন এবং বিএনএফ একটি করে আসন পেয়েছে।

কবির/কেএফ