নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও বৈধভাবে কাজ করার সুযোগের দাবিতে হাজার হাজার আফ্রিকান অভিবাসী শ্রমিক ধর্মঘটের ডাক দিয়ে ইসরাঈলের তেল আবিবের রবিন স্কোয়ারে জড়ো হয়েছেন। অবৈধভাবে ইসরাঈলে প্রবেশকারী ৩০ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী গতকাল রবিবার থেকে এই বিক্ষোভ শুরু করেন। খবর – দ্যা সানডে মর্নিং হেড়াল্ড, সিএনএন ও ওয়াল স্ট্রীট জার্নালের।
বিক্ষোভকারীদের বেশিরভাগই সুদান ও ইরিত্রিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত আফ্রিকান এলাকা থেকে পালিয়ে এসেছেন।
বিক্ষোভকারীদের বাতাস ভারী করা স্লোগানের সারাংশ হচ্ছে ‘আমরা শরণার্থী, আমরা স্বাধীনতা চাই, আমরা আশ্রয় চাই।’
ইসরাইলি পুলিশের মুখপাত্র লুব্রা সামরি জানিয়েছেন, ৩০ হাজারেরও বেশি অভিবাসীদের এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ।
উল্লেখ্য, ৫০ হাজারেরও বেশি আফ্রিকান অভিবাসী শ্রমিক ইসরাঈলে নামমাত্র বেতনে কাজ করে থাকেন।
- আব্দুল্লাহ মামুন
- January 6, 2014
- Comments Off on ইসরাঈলে অভিবাসী শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ