স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে: ভারতীয় পর্যবেক্ষক

  • শরিফ মাহমুদ
  • January 5, 2014
  • Comments Off on স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে: ভারতীয় পর্যবেক্ষক
ছবি: ফাইল ছবি

ছবি: ফাইল ছবিভারতের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য ত্রিপুরার চিফ ইলেক্টোরাল আশুতোশ জিন্দাল জানান, নির্বাচন স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় বিভিন্ন আসনের নির্বাচনী কেন্দ্রগুলো পরিদর্শন শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

এ সময় আশুতোশ বলেন, আমরা ৬টি আসনের মোট ২৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। এ কেন্দ্রগুলো ঘুরে আমরা দেখেছি কোনো কোনো কেন্দ্রে ভ ভোটারের উপস্থিতি কম আবার কোথাও ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয়। সর্বোপরি স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

জেইউ/