শেরপুরে মতিয়ার প্রতিদ্বন্দ্বী বাদশার নির্বাচন বর্জন

  • Emad Buppy
  • January 5, 2014
  • Comments Off on শেরপুরে মতিয়ার প্রতিদ্বন্দ্বী বাদশার নির্বাচন বর্জন

Sherpur----220131128120306নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন শের পুর ২- আসনের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা। নির্বাচনে জালভোট প্রদান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ এনে তিনি এ নির্বাচন বর্জনরে ঘোষনা দেন।

ইসি সূত্র জানা যায়, শেরপুর ২-  আসনে  প্রার্থী সংখ্যা দুই জন। এখানে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। আর আনারস প্রতীক নিয়ে স্বনন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদন্দীতা করছেন বদিউজ্জামান বাদশা।

জিইউ