লক্ষ্মীপুরে দুই প্রার্থীর নির্বাচন বর্জন: নিহত এক

  • mukto rani
  • January 5, 2014
  • Comments Off on লক্ষ্মীপুরে দুই প্রার্থীর নির্বাচন বর্জন: নিহত এক
Laxmipur

Laxmipurলক্ষ্মীপুরে দুই প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি-কমলনগর) তিন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।অপরদিকে বেলা ১২ টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে রুবেল নামের এক শিবিরকর্মী নিহত হয়েছেন।

 

নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া দুই প্রার্থী হলেন এ কে এম শরিফ উদ্দিন (ফুটবল) ও আজাদ উদ্দিন চৌধুরী (হরিণ)।

 

নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ আল মামুন।

জানা গেছে প্রার্থীরা প্রচুর কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

গতকাল রাতে এই আসনের পাঁচটি কেন্দ্রের সামনে নাশকতার ঘটনা ঘটে। দুটি কেন্দ্রের বাইরে নির্বাচনী সরঞ্জাম বহনকারী পিকআপে আগুন দেওয়া হয়। এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৩টিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি-জামায়াত-অধ্যুষিত এই আসনে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৭১৯ জন। সকাল থেকে এসব কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল।