রাজধানীর ভোট কেন্দ্র ফাঁকা

Votar-shunno-Kendro--_Dominic-4(2)উদ্বগে আর উৎকন্ঠার মধ্য দিয় শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ১৪৭টি আসনে ভোটগ্রহণ। তবে এবার যেন ভোটারদের মধ্যে নেই আগ্রহ। ভোটকেন্দ্র তাদের উপস্থিতি তাই কম। সারা দেশের বেশিরভাগ কেন্দ্রের মতো রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন চোখ পড়েনি।  রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল দশটা পর্যন্ত বেশির ভাগ কেন্দ্র ভোট গ্রহণ হয়েছে খুবই কম।

ঢাকা ৪ আসনের ৫১ নং ওয়ার্ডের পূর্ব দোলাইপাড় উচ্চ বিদ্যালয়, মীর হাজারীবাগ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে সাড়ে ১০টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা। মীরহাজারীবাগ উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ৯৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এছাড়া বাকি কেন্দ্রের কোনো বুথে এখন পর্যন্ত কোন ভোট পড়েনি।

প্রিজাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম অর্থসূচককে জানিয়েছেন, ভোট খুব শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন রকম কোন বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি।

তিনি বলেন, তবে ভোটারদের উপস্থিতি খুবই কম হলেও বেলা বাড়ার সাথে সাথে এ সংখ্যা আরও বাড়বে।

আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছেন। তবে এখন পর্যন্ত কেথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

ভোট দিতে আসা মো. নুরুল ইসলাম (৯৫) বলেন, ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। ভোট দিতে সমস্যা হয় নি।

ঢাকা-৬:

ঢাকা -৬ আসনের ভোট কেন্দ্র নাজিরাবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সকাল সোয়া নয়টার ভেতর মাত্র একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দু্ই হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬১৮ জন ও মহিলা ভোটার ১৩০২ জন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর হোসাইন জানান, ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে। গত রাতে এ কেন্দ্রে কোনো নাশকতার ঘটনা ঘটেছে কিনা এ প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নাশকতা ঘটনা ঘটে নাই। আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় জনগন এ ব্যাপারে সাহায্য করছে বলে জানান তিনি।

একই আসনের নাজিরাবাজার ইসলামীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি তেমন একটা লক্ষ করা যায়নি। এক ঘণ্টায় মাত্র ৬ জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেছেন।এ কেন্দ্রে ৩০৭২ জন ভোটার রয়েছেন। ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা জানান, রাজনৈতিক অস্থিরতা্ ও নাশকতার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম।

ঢাকা ৭

ঢাকা ৭ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ৯টা ৩০ পর্যন্ত কোনো ভোটারের উপস্থিতি ছিলনা। লাল বাগ আজিমপুরের বিডিআর ২ নম্বর গেইট কমিনিটি সেন্টার, আজিমপুরের ভিকারুন্নিসা গার্লস হাই স্কুল, আজিমপুর গার্লস হাই স্কুল, বকশি বাজার আলিয়া মাদ্রাসা ও বদরুন্নেসা মহিলা কলেজ ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৯ টার দিকে বদরুন্নেসা মহিলা কলেজের সামনে শাহবাগ যুবদলরে ব্যানারে মিছিল করে কয়েকটি ককটেল ফাটিয় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়।

ঢাকা-১৫

ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছুসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। কাফরুলের হাজী আশরাফ আলী হাইস্কুলে মোট সাতটি কেন্দ্র। সকাল আটটা ৪০ মিনিটে ৭৩নং কেন্দ্রে গিয়ে একজন ভোটারও দেখা যায়নি। একই স্কুলের ৭৪ নং কেন্দ্রে পৌনে নয়টায় একজন ভোটারও দেখা যায়নি। তবে নয়টার দিকে ৬৯নং কেন্দ্রে কয়েকজন ভোটার এসেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার। সকাল সোয়া আটটায় মধ্য পিরেরবাগের ফুলকি নার্সারি স্কুলে গিয়ে দেখা যায়, পুরো চত্বর ফাঁকা। সেখানে মাত্র একটি ভোট পড়েছে।