
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ইউসেবিও মারা গেছেন। পর্তুগালের এই কিংবদন্তি ১৯৬৬ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোল করেন। মৃত্যুকালে এ কিংবদন্তি গোলদাতার বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৪২ সালে মোজাম্বিকে জন্ম নেন ইউসেবিও দা সিলভা ফেরেইরা; তখন দেশটি ছিল পর্তুগালের উপনিবেশ। ক্যারিয়ারজুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া এই স্ট্রাইকার ৪১টি আন্তর্জাতিক গোল করেছিলেন মাত্র ৬৪ ম্যাচে। আর ৭৪৫টি পেশাদার ম্যাচে ৭৩৩টি গোল করেছিলেন এ গোল মেশিন।
১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেন এ ফুটবলার। কয়েক মাস আগে তাকে ছাড়িয়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল ১০৬টি ম্যাচ।
১৯৬৫ সালের ইউরোপের বর্ষসেরা এই ফুটবলার বেনফিকার হয়ে ১৯৬২ সালে ইউরোপিয়ান কাপ জেতেন।