ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলা) আসনে রোববার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রচণ্ড ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসাহের সাথে ভোট দিতে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা। সকাল সাড়ে আটটায় জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র ঘুরে প্রর্যাপ্ত ভোটারের উপস্থিতি দেয়া যায়। ঐ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩১৪৬ জন। সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্ধশতাধিক ভোট কাস্ট হয় বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছে।
এ নির্বাচনে জেলার তিনটি উপজেলার ১৬৬ টি কেন্দ্রের ৬৩২ টি বুথে মোট ৩ লক্ষ ২১ হাজার ৭শ ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। আসনটির মোট ১৬৬ কেন্দ্রের মধ্যে প্রশাসন ৫৭ টি কেন্দ্রকে ঝুকিঁপূর্ণ বলে চিহ্নিত করেছে।
আসনটিতে নৌকা প্রতীকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও বাইসাইকেল প্রতীকে জেপি অ্যাডভোকেট জাকির হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।