ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার খুন

thakurgong

thakurgong_logoঠাঁকুরগাওয়ে ভোট কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং অফিসার জবায়দুল হককে হত্যা করেছে করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশ সদস্য জাহেরুল ইসলাম ও আনসার জাহেরুল ইসলাম আহত হন।

শনিবার রাত ১১টার জেলার সদরে উপজেলার ভেলাযান সেপরিখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দিকে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ সাংবাদিকদের জানান, শনিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ভোটকেন্দ্রে আগুন ধরে যায়। এ সময় তারা ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নেয়। এসময়  জোবায়দুর রহমানকে  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

এদিকে একই সময়ে আরজি ঝারগাও প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা রেজাউল করিম নামে এক প্রিজাইডিং অফিসার মারাত্নকভাবে দগ্ধ হয়েছে।