ঝিনাইদহের ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

  • mukto rani
  • January 5, 2014
  • Comments Off on ঝিনাইদহের ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
zinaidho

zinaidhoঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় ৭টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন। আজ রোববার ভোরে এ কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স ছিনতাই ও কেন্দ্রে আগুন দেওয়ার কারণে ভোট স্থগিত প্রশাসন।

 

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের গাড়াবাড়িয়া, কোলা, রামচন্দ্রপুর, সামন্তা, নওদা, মামুনশিয়া ও বলাবাড়ীয়া কেন্দ্রগুলোতে ভোরে নির্বাচন প্রতিহতকারীরা অগ্নিসংযোগ করে। এ সময় ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় তারা। এসব ঘটনায় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তহীনতায় ভুগছে। পুলিশ সহ বেশ কয়েকজন আহত হওয়া খবর পাওয়া গেছে।

 

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাসিমা আক্তার ভোটগ্রহণ স্থগিতের কথা জানিয়েছেন।

আহমেদ নাসিম আনসারী