
ভোট দিতে আসা ভোটাররা পড়েছেন বিপাকে। কোন প্রার্থীকে ভোট দিবেন তারা? কারণ ঢাকা-৫ (যাত্রাবাড়ি-ডেমরা) আসনের ৪ প্রার্থীর মধ্যে ৩ জনই অপরিচিত ভোটারদের কাছে। জানে না কার কোন মার্কা। এজন্য এ আসনের ভোটাররা পড়েছেন গোলকধাঁধায়।
এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাবিবুর রহমান মোল্লাকে ছাড়া কোনো প্রার্থীকেই চেনেন না ভোটাররা। এ কারণে কোনো ধরনের উত্তাপ উত্তেজনা ছাড়াই ফাকা মাঠে গোল দিচ্ছেন হাবিবুর রহমান মোল্লা।
রোববার সকালে এ আসনের একাধিক ভোটে কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে এসব এলাকায় কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য (সকাল সাড়ে নয়টা পর্য়ন্ত) ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।
আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লার ছাড়াও এ আসনে প্রার্থী আছেন তরিকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী। তিনি মালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। কুঁড়েঘর প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আবদুর রশিদ সরকার এবং বাই সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির (জেপি) মনির হোসেন কমল।
এ আসনে অংশ নেওয়া চার প্রার্থীই মহাজোটের। তবে নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান মোল্লাই এগিয়ে থাকবেন বলে মনে করেন ওই আসনের ভোটাররা।
ঢাকা-৫: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯, ৫০ নং ওয়ার্ড ও ডেমরা-শ্যামপুরসহ যাত্রাবাড়ী থানার ডেমরা-দনিয়া-মাতুয়াইল-সারুলিয়া ইউনিয়ন মিলিয়ে এ আসন।
নির্বাচন কর্মকর্তারা জানান, এ আসনে মোট ভোটে কেন্দ্র ১৪৫টি। আর ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ২৮৫জন।
এসএস/জিইউ