
খুলনায় ভোটগ্রহণের সময় একটি ভোট কেন্দ্রে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা তবে এর মধ্যে ২টি বোমা বিস্ফোরিত হয়েছে ও একটি বোমা অবিস্ফোরিত রয়ে যায়। খুলনা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
রোববার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মহানগরীরর জিন্নাপাড়াস্থ শিশুমেলা স্কুলের কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ভোটার ও ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খুলনা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, তিন জন যুবক ভোট কেন্দ্রের পার্শ্বে এসে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এর মধ্যে ২টি বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, এঘটনায় ভোটারদের ভোট দেওয়া ব্যহত হয়নি। স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ চলছে বলে তিনি জানান।
এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর টহল লক্ষ্য করা যাচ্ছে।