খুলনার ৩টি আসনেই জয়লাভ করলো আ.লীগ

Khulnaদশম জাতীয় নির্বাচনে ভোট হওয়া খুলনার তিনটি আসনেই (১, ২ ও ৩) জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। এখানে জয়লাভ করা প্রার্থীরা হলেন পঞ্চানন বিশ্বাস, মিজানুর রহমান মিজান ও মুন্নুজান সুফিয়ান।

রোববার ভোট গণনা শেষে রাত ১১.০০টায় খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষনা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঞ্চানন বিশ্বাস (নৌকা) প্রতিকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬৪ হাজার ৯৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ননী গোপাল ম-ল পেয়েছেন ৩৪ হাজার ৫২৫ ভোট। এই আসনের জাতীয় পার্টির প্রার্থী সুনিল শুভ রায় পেয়েছেন ৮ হাজার ৩৮০ ভোট।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ৭০ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জাপা) রাশিদা করিম পেয়েছেন তিন হাজার ৬শ’ ভোট।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান পেয়েছেন ৪৫ হাজার ৯৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান খান খোকন পেয়েছেন ছয় হাজার ৭শ’ ৩৩ ভোট