
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের পূর্ব তারাগুনিয়া কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আফাজ উদ্দিন গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কারণে প্রশাসন ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দিয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম জানান, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ প্রার্থী আফাজ উদ্দিনের ছেলে আরিফের নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী ক্যাডার ভোটকেন্দ্রে হামলা করে। তারা তিন হাজার ৮৪৭টি ব্যালটসহ নির্বাচনী সকল মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে বের হয়ে যাওয়ার সময় স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এআর