
ঢাকা-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির সৈয়দ আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের চেয়ে ২৯৯৪ ভোট বেশি পেয়ে এ আসনে জয়ী হয়েছেন।
আসনটিতে মোট ভোটের সংখ্যা ছিল ৩২ হাজার ৫৫৯ টি। বাতিল ভোটের সংখ্যা ৬৫৮টি।
বগুড়া-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাসদ প্রার্থী এ কে এম রেজাউল। তিনি জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল আলমের চেয়ে ৮৭১৪ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
এ আসনে মোট ৩৬ হাজার ৩শ ২৯টি ভোট গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৮৩ হাজার ২৫৩টি।
ময়মনসিংহ-১০ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল। তিনি তার নিকটতম প্রার্থীর ১৮০৮৯৮ বেশি ভোটে জয়ী হয়েছেন।
এ আসনে বাতিল হয়েছে মোট ১ হাজার ৮০৫টি ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার ৬৭ টি।
ময়মনসিংহ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান ফকির। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি স্বতন্ত্রের প্রার্থী নাজনীন আলমকে ২৮৫৫০ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বদী।
চট্রগ্রাম—৯ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছন জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
জেইউ/কবির