পাঁচ কক্ষের বড় বাসায় উঠবেন না কেজরিওয়াল

Kejriwalআম আদমি পার্টির নাটকীয় উত্থানে আগেই সাড়া জাগিয়েছেন দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মূখ্য মন্ত্রী হিসেবে পাঁচ কক্ষের ডুপ্লেক্স বাসায় উঠার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় তিনি।

দিল্লি প্রশাসন নতুন মূখ্য মন্ত্রীর জন্য লাগোয়া দুটি অ্যাপার্টমেন্ট বরাদ্দ করার প্রস্তাব করেছিল। শনিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন কেজরিওয়াল। তিনি বলেছেন, এত বড় বাসা তার প্রয়োজন নেই। তাছাড়া এত বড় বাসায় উঠার খবরে তার দলের নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা চান না তিনি এত বড় বাসায় উঠেন।

কর্তৃপক্ষকে কেজরিওয়াল তার জন্য আরও ছোটো বাসা বরাদ্দ দেওয়ার পরামর্শ দেন। আর এ বাসা না পাওয়া পর্যন্ত তিনি তার ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের আগের বাসা থেকেই অফিসে অআসা-যাওয়া করবেন।