নারায়নগঞ্জে আগুনে পুড়লো ৮ টি দোকান

আগুন নিয়ন্ত্রন

আগুন নিয়ন্ত্রননারায়নগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ডায়াগনস্টিক সেন্টারসহ ৮টি দোকান। আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ও ডেমরা ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল মোড়ে একটি সুপার মার্কেটে শনিবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫ টায় মার্কেটের নিচতলার যে কোনো দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। পাশে থাকা ব্যাটারি, টায়ার ও প্লাস্টিকের দোকানে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুন ভয়াবহ রুপ নেয়।

এদিকে পুলিশ জানিয়েছে, মার্কেটে থাকা ব্যাটারি, টায়ার ও প্লাস্টিকের দোকান সহ ৮টি দোকান পুড়ে যায়। দিতীয় তলায় থাকা ডায়াগনস্টিক সেন্টারও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানায় তারা।

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ‘ড্রিমল্যান্ড ব্যাটারি’ নামের এক দোকান মালিক আব্দুর রব গণমাধ্যমের কর্মীদের জানান, তার দোকানের সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে গেছে। দোকানে তার প্রায় ২ কোটি টাকার সম্পদ ছিল বলে জানান তিনি।

অন্য দুরন্ত মটরস এর মালিক বলেন, আমার আর কিছু অবশিষ্ট রইল না। আগুনে সব শেষ হয়ে গেছে ।