দিনাজপুরে ভোটকেন্দ্রে ও ট্রাকে আগুন, আহত ৩

  • Emad Buppy
  • January 4, 2014
  • Comments Off on দিনাজপুরে ভোটকেন্দ্রে ও ট্রাকে আগুন, আহত ৩
dinajpur

dinajpurদিনাজপুর সদর উপজেলার ৩টি ভোটকেন্দ্রে ও ১টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরও পৃথক ৪টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার পৌর শহরের নিউটাউন ২নং তফিউদ্দিন মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১টি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ১নং ইউপির চাঁদগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বড়ইল উচ্চ বিদ্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দেয় তারা।

অন্যদিকে, শহরের কাঞ্চন সেতুর উপরে একটি মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকচালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি বলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

কেএফ/এএস