‘আসন্ন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হবে’

Ben Bernankeআসছে প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে ভবিষ্যতবাণী করেছেন দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক চেয়ারম্যান বেন বার্ন্যাঙ্কি। খবর – বিজনেস স্ট্যান্ডার্ড, হাফিংটন পোষ্ট, ওয়াল স্ট্রীট জার্নাল ও সিনহুয়া নিউজের।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত আমেরিকান ইকোনোমিক অ্যাসোশিয়েশনের বার্ষিক সভায় ভাষণ দানকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আর্থিক রোগমুক্তি, আবাসন সেক্টরে ভারসাম্য ফিরে আসা, অর্থনৈতিক চাপ হ্রাস এবং মুদ্রানীতির উপযোজনের কারণে আগামী প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও চাঙ্গা হয়ে উঠবে।
তিনি আরও বলেন, গত সাড়ে চার বছর ধরে রাষ্ট্রীয়ভাবে মন্দা কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ‘যথেষ্ট অগ্রগতি’ অর্জন করেছে।
বার্ন্যাঙ্কি বলেন, ২০০৯ সালে দেশের বেকারত্বের হার ছিলো ১০ শতাংশ, বর্তমানে তা ৭ শতাংশে নেমে এসেছে। বর্তমানে দেশটিতে শিল্প উৎপাদন ও সরঞ্জাম বিনিয়োগ প্রচুর বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী বেন বার্ন্যাঙ্কির চেয়ারম্যানের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতে যাচ্ছে।