
বলিউডে ইতিহাস গড়াই এখন তার নিত্য নৈমত্তিক অভ্যাস। সেলুলয়েড চরিত্রের দ্যুতি তাকে দিয়েছে দেবতার সম্মান। সমালোচকরা তাকে ডাকেন মি.পারফেকশনিস্ট। কিন্তু এতসব বিশেষণে বিশেষায়িত হওয়ার পরও নিজের পা মাটিতেই রাখছেন আমির। তাই ভক্তদের মহাপুরুষ অভিব্যক্তিকে এক ধরনের কুযুক্তি উল্লেখ করে জানিয়ে দিলেন তিনি শুধুমাত্র একজন অভিনেতা। খবর ইন্ডিয়ান টাইমসের।
সদ্য মুক্তি পাওয়া ধুম-৩ তে তার অভিনীত নেতিবাচক চরিত্র সম্পর্কে নিন্দুকেরা অভিযোগের ফেনা তোলার প্রেক্ষিতে তিনি একথা বলেন। কোন ধরনের চরিত্র কিংবা মতাদর্শের মাঝে নিজেকে সীমাবদ্ধ করতে চান নি তিনি। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে নিজেকে সীমাবদ্ধ করতে চাইনা। এরকম হওয়া উচিত না।
কোন ধরনের সমাজপরিবর্তনের অভিপ্রায়ও তার নেই। তার ধারণা শুধুমাত্র সামাজিক বার্তা দেয়া কিংবা যৌক্তিক চরিত্রে অভিনয় করাও অযৌক্তিক।
কোথায় বেল পাঁকলো কিংবা কোথায় বাজ পড়ল তাতে আমিরের কিছু আসে যায় না। তার পরিশ্রম ভক্তদের ভালবাসা পাওয়ার জন্য।
আমরাও আশা করি, ভক্তদের হৃদয়ে বিচিত্র আমিরের আসন সবসময় সুনির্দিষ্টই থাকবে।