৪ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার হরতাল

হরতাল

হরতালআসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিহত করতে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদের আগামি ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।

জোটের পক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি দেন। ওসমান ফারুক সরকারের প্রতি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে।

সরকার জনগণের সাংবিধানিক অধিকার হরন করে নিয়েছে। অবৈধ সরকারের জুলুম নির্যাতন দিন দিন বেড়েই চলেছে।

৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এ নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি এসময় ভোট কেন্দ্র বর্জন ও ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে আহ্বান জানান।

হরতালের পাশাপাশি চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানান তিনি।