শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধদিবস হরতাল

  • Emad Buppy
  • January 3, 2014
  • Comments Off on শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধদিবস হরতাল
brammonbaria

brammon_bariaতত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং কসবা উপজেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধদিবস হরতালের আহবান করেছে জেলা বিএনপি।

শনিবার ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এ হরতাল পালিত হবে বলে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ-সম্পাদক ইকলিল আজম এবং সাংগঠনিক-সম্পাদক শরীফুল ইসলাম ভূঁইয়া যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের কাছে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং কসবা উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার অর্ধদিবস হরতালের আহবান করা হয়েছে। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ এই হরতাল কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।