
মর্ত্য ছেড়ে মঙ্গলের বাসিন্দা হতে চলেছেন এক হাজার ৫৮ জন অভিযাত্রী। ২০২৪ সালে মঙ্গলে মানব বসতি স্থাপনের লক্ষ্যে গঠিত অলাভজনক প্রতিষ্ঠান ‘মারস ওয়ান’ গত সোমবার এই অভিযাত্রীদের নাম ঘোষণা করে। খবর ডেইলি মেইলের।
২০১২ সালে মে মাসে ঘোষণা দেয়ার পর মঙ্গলে পাড়ি জমাতে আবেদনকারীদের মধ্যে ব্যাপক হৈ চৈ শুরু হয়। ফলে প্রতিষ্ঠানটির এ্যাকাউন্টে ২ লাখ মেইল জমা পড়ে। এর মধ্য থেকে বাছাই করে এক হাজার ৫৮ জনকে নির্বাচিত করা হয়।
নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা মারস ওয়ানের তথ্য মতে, একমুখী যানে একসাথে আটজন করে অভিযাত্রীদের মঙ্গলে পাঠানো হবে।
নির্বাচিত এই অভিযাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রের রয়েছেন ২৯৭ জন, কানাডার ৭৫ জন, ভারতের ৬২ জন এবং রাশিয়ার ৫২ জন। তবে কোন বাঙালী বা বাংলাদেশি আছেন কিনা সে খবর পাওয়া যায়নি।
সম্ভাব্য অভিযাত্রীদের অধিকাংশই বয়সে তরুণ এবং ১৫ শতাংশ এখনো বিদ্যালয়ের গন্ডি পেরুতে পারে নি। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বয়স ৮১ বছর।