ঠাকুরগাঁওয়ে চিনিকলের আখ পরিবহনের গাড়িতে অবরোধকারীদের পেট্রোল বোমা নিক্ষেপে শিবু নামে এক শ্রমিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে চিনিকলের আখ বোঝাই একটি ট্রাক কারখানার দিকে আসছিল। গাড়িটি জামালপুর ইক্ষু খামার এলাকায় পৌঁছার সময় অবরোধকারীরা পেট্রল বোমা ছুড়ে মারে গাড়িটিতে। এতে শিবু নামে এক শ্রমিক আহত হয়।
চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত শিবুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএফ/এএস