জেএসসিতে গোল্ডেন প্লাস পেল সিনথিয়া

  • Emad Buppy
  • January 3, 2014
  • Comments Off on জেএসসিতে গোল্ডেন প্লাস পেল সিনথিয়া
ashuganj sinthia gpa-5

ashuganj sinthia gpa-5কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে সিনথিয়া পারভেজ। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘আশুগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়’ থেকে সে এই কৃতিত্ব অর্জন করে।

সিনথিয়া পারভেজ দৈনিক অর্থনীতি প্রতিদিন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও  আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজেরএকমাত্র কন্যা। তার মাতা শারমিন সুলতানা ‘দৈনিক একুলে আলো’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।

উল্লেখ্য, সিনথিয়া পারভেজ গত ২০১০ সালের পিএসসি পরীক্ষায়ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

কেএফ