ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ছাত্রলীগ

ছাত্রলীগদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি শনিবার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটবেন সংগঠনের নেতা-কর্মীরা। তবে আসন্ন নির্বাচনের কারনে সংগঠনটির অনেক নেতাকর্মীরা এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেনা বলে জানা গেছে।

১৯৪৮ সালের ৪ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাব যাত্রা শুরু করে সংগঠনটি। তৎকালীন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ।

এসএসআর