সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের অনশন

highcourtব্যারিস্টার মওদুদসহ গ্রেপ্তারকৃত আইনজীবীদের মুক্তি ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকি অনশন করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভবনের ডানপাশে খোলা জায়গায় সামিয়ানা টাঙ্গিয়ে চলছে তাদের এই অনশন কর্মসূচি।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী চত্তরের সামনে এই প্রতীকি অনশন শুরু হয়।

এই কর্মসূচিতে সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদিন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, সমিতির সহসভাপতি এ বি এম ওয়ালিউল রহমান খান, সাবেক সম্পাদক এম বদরুদোজ্জা, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুসসহ প্রমুখ উপস্থতি রয়েছেন।

শীতকালীন ছুটি শেষে আজ উচ্চ আদালত খুলেছে। সকাল সোয়া নয়টা থেকে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হয়েছে।

গত  মঙ্গলবার দুপুরে এক জরুরি সভায় সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন। সমিতির নেতৃত্বে আছেন বিরোধী দলের সমর্থক আইনজীবীরা।

এদিকে কোর্টের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বেলা ১২ টার দিকে সুপ্রিম কোর্টের বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আওয়ামী লীগপন্থী  আইনজীবীরা।