শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর নতুন চেয়ারম্যান মহিউদ্দিন

mohiuddin

mohiuddinমহিউদ্দিন আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের (এসজেআইবিএসএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালক সৈয়দ নূরুল আরেফীনের সভাপতিত্বে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ২১তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন আহমেদকে এসজেআইবিএসএল-এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব মহিউদ্দিন আহমেদ ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন, মহিউদ্দিন এন্ড কোম্পানী এবং প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি  শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এবং ইসলামী ইন্সুরেন্স কোম্পানী লিঃ-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ-এর পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ছিলেন। জনাব মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। (বিজ্ঞপ্তি)

সাকি/