বোনাস লভ্যাংশ বিওতে পাঠালো ইউনাইটেড এয়ারওয়েজ

  • mukto rani
  • January 2, 2014
  • Comments Off on বোনাস লভ্যাংশ বিওতে পাঠালো ইউনাইটেড এয়ারওয়েজ

united-air1.jpg2পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড সমাপ্ত বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

 

এমআরবি/