বিজয়নগরে সিটি কর্পোরেশনের বাসে আগুন

Fire--1রাজধানীর বিজয় নগর শাখার বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর সামনে ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়ির নম্বরঃ ঢাকা মেট্রো ঠ-১৩ ২০৬২। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হেয়েছে। পরে ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার বিগ্রেডের গাড়ি এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সাইফুল জানান, গাড়িটি ব্যাংকে সম্মুখের রাস্তায় পার্ক করা ছিল। দু’জন দূর্বৃত্ত গাড়ির জানালা দিয়ে ভেতরে  পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলেও কাইকে আটক করতে সক্ষম হয়নি।

এমআর/