
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে দুই স্টক এক্সচেঞ্জ। এই নির্বাচনে চারজন শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামি ১১ ফেব্রুয়ারি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে ডিএসই’র এক পরিচালক অর্থসূচককে বলেন, আগামি ১৫ ফেব্রুয়ারি সিএসই’র নির্বাচন অনুষ্টিত হবে। আর আমরা এর আগেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এর সম্ভাব্য দিন হলো ১১ ফেব্রুয়ারি এবং বিষেশ সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। আগামি ৭ জানুয়ারী ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
নির্বাচিত চারজন শেয়ারহোল্ডার পরিচালক ও মনোনীত সাতজন স্বতন্ত্র পরিচালক, একজন প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১২জন সদস্যের নতুন পর্ষদ গঠন করবে উভয় স্টক এক্সচেঞ্জ। এ ক্ষেত্রে আইনানুসারে দুই স্টক এক্সচেঞ্জে ১৩ সদস্যের পৃথক পর্ষদ গঠনের কথা থাকলেও স্ট্রাটেজিক ইনভেস্টর ডিরেক্টর (কৌশলগত বিনিয়োগকারী পরিচালক) ছাড়াই পর্ষদ গঠন করা হচ্ছে বলে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নির্বাচনের বিষয়টি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন অর্থসূচককে বলেন, সিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদের জন্য চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাই করতে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন এজিএম অনুষ্ঠিত হবে। সিএসইর পর্ষদ ও গঠিত নির্বাচন কমিটির অনুমোদিত এ সংক্রান্ত একটি নীতিমালা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। নীতিমালা অনুসারে নির্বাচন কমিটি নির্বাচন কার্যক্রম পরিচালনা ও ফলাফল ঘোষণা করবেন।
এদিকে, নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে দুই স্টক এক্সচেঞ্জ নির্বাচন কমিশন বা কমিটি গঠন করেছে। পাশাপাশি সিএসই একটি আপিল কমিটি গঠন করেছে। ডিএসইর নির্বাচন কমিশনে রয়েছেন- অবসরপ্রাপ্ত জেলা জজ এম শামসুল হক (নির্বাচন কমিশনার), দিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সেলিম ও মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন। আর সিএসইর নির্বাচন কমিটিতে রয়েছেন- অ্যাডভোকেট ওয়াহিদা ইসলাম (চেয়ারম্যান), কমিশনার অ্যাডভোকেট মো. আক্তার হোসেন ও কমিশনার সাইদুল মোস্তফা চৌধুরী। সিএসইর আপিল কমিটির চেয়ারম্যান হলেন- অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. খোরশেদ আলম তালুকদার ও খান মোহাম্মদ নাদের।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, শিগগিরই কমিশনের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত নীতিমালা যাচাই-বাছাই করে সিডিউল ঘোষণা করা হবে। আর নীতিমালা অনুমোদনের পরের দিন থেকে নূন্যতম ২১ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। যদিও ডিমিউচ্যুয়ালাইজেশন আইনানুসারে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ১৯ ফেব্রুয়ারীর মধ্যে ফলাফল ঘোষণা করতে বলা হয়েছে।
জিইউ