
কয়েক বছর আগে নাসা’র হাবল টেলিস্কোপ সৌরজগতের বাইরে জিজে ১২১৪বি নামে মহাশূন্যে এক অতিগ্রহ আবিষ্কার করে। বিজ্ঞানীরা সেসময় ধারণা করছিলেন, পাথর কিংবা গ্যাস নয়, সাড়ে চারশ’ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাবিশিষ্ট গ্রহটির দেহের অধিকাংশই জল দিয়ে তৈরি। ওজনে ভারি প্রায় সাতগুণ। সম্প্রতি টেলিস্কোপটি অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করতে পেরেছে এই গ্রহের বায়ুমণ্ডলে মেঘের উপস্থিতি। বৃহস্পতিবার দি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি সুপার আর্থ টাইপের। সুপার আর্থ টাইপের গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর চেয়ে তাপমাত্রা অনেক বেশি। এছাড়া এর ভরও পৃথিবী এবং নেপচুনের মধ্যে অবস্থিত। কিন্ত এর আকৃতি এখনও জানাতে পারেন নি তারা।
গ্রহটির আবহাওয়ামন্ডল জলীয়বাষ্প বা কিছু ভারী জলীয় কণা দ্বারা গঠিত হতে পারে। অথবা এতে থাকতে পারে মেঘের কণা। বিজ্ঞানীদের এমন ধারণাকে টেলিস্কোপের এই নতুন ধরণের অনুসন্ধান নস্যাৎ করে দিয়েছে। ফলে বিজ্ঞানীরা বলছেন, মহাশূন্যে জিজে১২১৪বি নামের গ্রহটি মেঘ দ্বারা আচ্ছাদিত।
এসআর/