

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের পশ্চিম পাশে ৭০নাম্বার সড়কে পর পর ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পিতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গুলশান থানার ডিইউটি অফিসার এসআই আবু তাহের ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন,
পরিস্থিতি এখন আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গুলশানে এ ককটেল বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমআর/সাকি