
বাজারের সেরা দুধ হিসেবে স্বীকৃতি পেয়েছে মিল্কভিটা। সম্প্রতি ভোগ্যপণ্যের মান ও জনপ্রিয়তার ওপর এক জরিপ চালানো হয়। এই জরিপে মিল্কভিটাকে বাজারের সেরা দুধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডানো ও আড়ং। চার দশকের ইতিহাসে মিল্কভিটা এ প্রথম এ স্বীকৃতি পেল।
আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম আজ বুধবার তেজগাঁও প্রধান কার্যালয়ে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে একটি ক্রেস্ট তুলে দেন। বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের যৌথ উদ্যেগে সারাদেশে ৪ হাজার ভোক্তার ওপর এ জরিপ চালানো হয়। মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশসহ পৃথিবীর ৫৯টি দেশের ব্যান্ড ও বিপণন গবেষণার কাজে নিয়োজিত।
মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, মিল্কভিটার জন্য এটি গর্বের বিষয়। মিল্কভিটাকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার অফুরন্ত সম্ভাবনা রয়েছে।