
ভৈরবে ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথম দিনে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই অবরোধে ঢাকা-সিলেট, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কসহ ১০টি রোডে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের অভ্যন্তরীণ সড়কে সিএনজি, অটোরিক্সাসহ রিক্সা-ইজিবাইক চলাচল করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতা রোধে শহরজুড়ে সেনাবাহিনী টহল দিচ্ছে।
আজ সকাল থেকে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের শহরের কোথাও কোনো মিটিং-মিছিল ও পিকেটিং করতে দেখা যায় নি।
এদিকে, আজ ভোরে শহরের পলতাকান্দি এলাকা থেকে সুমন (৪০) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, শহরের পঞ্চবটী এলাকা থেকে নূর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নূর আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
কেএফ