নওগাঁয় অধ্যক্ষের বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ

  • Emad Buppy
  • January 1, 2014
  • Comments Off on নওগাঁয় অধ্যক্ষের বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ

নওগাঁর মান্দায় এক অধ্যক্ষের বাড়িতে ৫টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। তবে এতে কেউ আহত হয় নি।

উপজেলার ফতেপুর কলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার চক্রবর্তী জানান, রাত ২টার দিকে কর্ণভাগ গ্রামে তার বাড়ি খলিয়ানের প্রাচীরের ভেতরে বিকট শব্দে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নিভিয়ে দেয়। সংবাদ পেয়ে মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, সন্ত্রাসীরা বোতলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।