অবরোধে ছাড়ছে না দূরপাল্লার যানবাহন

  • Emad Buppy
  • January 1, 2014
  • Comments Off on অবরোধে ছাড়ছে না দূরপাল্লার যানবাহন
Oborodh Bus

Oborodh Bus১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায় নি। আর  অবরোধে ভাংচুরের আতংকে টার্মিনালে যাত্রীদেরও তেমন দেখা মেলে নি। বুধবার ভোর থেকে রাজধানীর প্রধান দুই বাস টার্মিনাল যাত্রীদের উপস্থিতি দেখা যায় নি একেবারেই।

এদিকে, গাবতলী বাস টার্মিনাল সূত্রে জানা যায়, গাবতলী বাস টার্মিনালে সব টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। তবে সাভারের দিকে যাচ্ছে লোকাল গাড়িগুলো।

বাস কাউন্টারের কর্মচারিরা জানান, দূর পাল্লার যাত্রীরা ভয়ে টিকিট কিনতে আসছে না। যথেষ্ট নিরাপত্তার অভাবে মালিকরা বাস ছাড়তে রাজিও হচ্ছে না। গাবতলীসহ মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা বিরাজ করছে। আজ স কাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। আর এতে করে যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে।