
মাদারীপুরের চরমুগরিয়া আধুনিক হাসপাতাল এর ব্যবস্থাপনায় পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চরমুগরিয়া শাখার সৌজন্যে চরমুগরিয়া আধুনিক হাসপাতালে মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চরমুগরিয়া এসএমই, কৃষি শাখার ব্যবস্থাপক মো. আবু জাফর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. খলিলুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমুগরিয়া আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসাইন, ব্যাংকের সেকেন্ড অফিসার মো. মজিবুর রহমান, সিনিয়র অফিসার, মো. আ. ছালাম মুন্সী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিনশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয় ।
সাকি/