
দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত বিশাল দাস এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। কলকাতার আইপিজিএমইআর হাসপাতালের সিটিভিএস বিভাগে দীর্ঘ চার মাস পড়ে আছে শিশু বিশাল।
বিশাল দাসের পিতা বিটল দাস একজন ভুমিহীন আসহায় মানুষ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় বাড়ি হলেও থাকেন শ্বশুর বাড়ি, একই জেলার ষাটবাড়িয়া গ্রামে।
বিশালের নানী আরতি রানী জানান, শিশু বিশাল দাসের বয়স সাত বছর। কলকাতায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এখন বিপদগ্রস্ত পরিবারটি আরও বিপদে পড়েছে।
মামা প্রসেঞ্জিৎ কুমার জানান, কলকাতার আইপিজিএমইআর হাসপাতালের চিকিৎসক এস ভট্টাচার্য ও ডা. পি সাংকির তত্ত্বাবধানে বিশাল দাসের চিকিৎসা চলছে। বিশালের হার্টে জরুরি অপারেশন প্রয়োজন। এ জন্য দরকার চার লাখ টাকা।
এতো টাকা জোগাঢ় করার সামর্থ্য নেই শিশু বিশালের পিতা মাতার। বিশাল দাসের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশালের পরিবার ।
বিশাল দাসের জন্য সাহায্য পাঠানোর ঠিকানাঃ ইসলামী ব্যাংক, ঝিনাইদহ শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩০৮১, মোবাইল ০১৯৮৮-৪০৩৮১২।