পুনঃঅর্থায়ন তহবিলে আবেদনের সময় এক মাস বাড়লো

DSE-fireক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের  জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পূনঃঅর্থায়ন তহবিলের ঋণের জন্য আবেদনের সময় আরও এক মাস বেড়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত কমিটির এক বৈঠকে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তহবিল থেকে ঋণ নেওয়া ও আগের ঋণের সুদের একাংশ মওকুফের জন্য আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৈঠক শেষে পুনঃঅর্থায়ন তহবিলের তদারক কমিটির প্রধান  ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানিয়েছন।।

এ নিয়ে চার দফা বাড়ানো হল আবেদনের সময়সীমা।  এ তহবিলে  বিনিয়োগকারীদের কাছ থেকে কাঙ্খিত সাড়া না পাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এ পর্যন্ত পুনঅর্থায়ন তহবিলের টাকা নেওয়ার জন্য ৩৫ টি কোম্পানি (সিকিউরিটিজ ও ব্রোকারেজ হাউজ) আবেদন জমা দিয়েছে । এসব প্রতিষ্ঠানের মোট গ্রাহক ১২ হাজার ৬০৪ জন। এদের ঋণ চাহিদা ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে ৭ প্রতিষ্ঠানের অনুকূলে ৪৬ কোটি টাকা ছাড় করা হয়েছে।