জামায়াত নেতা সোবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতা বিরোধী অপরাধের নয়টি অভিযোগে জামায়াত নেতা আবদুস সোবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনাল বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

হত্যা, গণহত্যা,  অপহরণসহ নয়টি অপরাধের অভিযোগ সম্বলিত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার সকালে আগামি ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ঠিক করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোবহানের বিরুদ্ধে হত্যা,লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ নয়টি অভিযোগ রয়েছে। সুবহান নিজেকে নির্দোষ দাবি করছের।

গত ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৯ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২ অক্টোবর থেকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলে ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সিমন জানান, এর মাধ্যমে জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া  শুরু হলো।

এমআর/