
গোপালগঞ্জের নাম বদলে দেওয়া ও কুটুক্তির অভিযোগে বিএনপি চেয়াপারসনের বিরুদ্ধে দায়ের করা মামলা আমলে নেয়নি আদালত।
মঙ্গলবার দুপর দেড়টায় ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ জণনেত্রী পরিষদের নেতা এ বি সিদ্দিক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় দায়ের করে।
এর আগে গত ২৯ ডিসম্বর বিরোধী নেতা বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে না পেরে সরকারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্ষোভ ঝাড়েন ।
তিরস্কার করেন অনেক পুলিশ কর্মকর্তাকে। এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি তীর্যক মন্তব্য করেন। এ সময় তিনি পুলিশের এক নারী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, “এই যে মহিলা আপনি এখন কথা বলছেন না কেন। এতক্ষণ তো অনেক কথা বললেন। দেশ কোথায়? গোপালি? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে দেব। গোপালগঞ্জ আর থাকবে না।”
তিনি নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ কোথায় যাচ্ছে? এরা সবাই গোপালগঞ্জের। গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যাঁরা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।