
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তার কুশপুত্তলিকা দাহ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি খালেদার কুশপুত্তলিকা দাহ করে।
মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জ ও পুলিশবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার ‘শিষ্টাচার বর্জিত’ বক্তব্যের প্রতিবাদ জানায়।
বক্তারা বলেন, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের ভাষা জানেন না। গণতন্ত্রের ভাষা ভুলে গিয়ে খালেদা জিয়া আজ পাকিস্তানিদের ভাষায় কথা বলার চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ জেলা ও পুলিশ বাহিনী সম্পর্কে বিরোধীদলীয় নেতা যে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিয়েছেন এতে প্রমাণিত হয়েছে যে তিনি দেশকে ভালবাসেন না।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে এবং তাদের চলমান সহিংস রাজনীতির তীব্র নিন্দা করে সুষ্ঠু রাজনীতি করার আহ্বান জানান তারা।
এ সময় সংঘর্ষের পথ পরিহার করে বিএনপিকে সুস্থ ধারা রাজনীতি করার আহ্বান জানান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ এমপির সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি, সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা ক্রিক, প্রচার সম্পাদিকা শিরিন রোকসানা প্রমূখ।
জেইউ/